3:32 pm , December 1, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে রহস্যজনক অগ্নিকান্ডে পুড়ে গেছে একটি মোটর সাইকেল। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সিএন্ডবি রোড বৈদ্যপাড়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস। তারা বলেছে, মোটর সাইকেলে অগ্নিকান্ডের খবর পেয়ে সেখানে গিয়েছেন। তবে কাউকে পাননি। কিভাবে আগুন ধরেছে, তাও তারা জানে না। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মোটর সাইকেলে আগুন ধরে গিয়েছে। অপরটি চলে গিয়েছে। আগুন ধরে যাওয়া মোটর সাইকেলের কাউকে পাননি। ক্ষয়ক্ষতির পরিমান ১ লাখ টাকা।
কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, একটি মোটর সাইকেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে কোন তথ্য ফায়ার সার্ভিসসহ স্থানীয় কেউ দিতে পারেনি।