3:29 pm , December 1, 2022

আমার নাম শিখা খাতুন. বয়স ৩০. গত দীর্ঘদিন যাবৎ আমার ২টা কিডনি ড্যামেজ হয়ে গেছে. অসুস্থতার কথা জানতে পেরে আমার স্বামী পালিয়ে যায়। আমার দুটি মেয়ে রয়েছে। ছোট মেয়ের বয়স ৪ বছর। দুইটি মেয়ে নিয়ে আমি বড়ই অসহায়। বর্তমানে আমাকে সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হয়। আমার মত অসহায় দরিদ্র মেয়ের পক্ষে এই ব্যয়ভার বহন করা রীতিমত দুঃসাধ্য। আমার আর্থিক পুঁজি যা ছিলো, তা চিকিৎসার জন্য সব শেষ. এমন অবস্থায় আমি বিত্তবানদের কাছে সাহায্য চাইতে বাধ্য হচ্ছি। আমি না বাঁচলে আমার ছোট মেয়ে দুটি কার দুয়ারে যাবে এই চিন্তায় আমি আরো অনুস্থ হয়ে পড়েছি। এই অবস্থায় বিত্তবানরা আমাকে সামান্য সাহায্যেও হত বাড়ালে আমার মতো অসহায়দের একটা উপায় হবে। আমার গ্রামের বাড়ি শেরপুর। বাসার ঠিকানা ১/২৭ দক্ষিন-মুগদাপাড়া, ওয়াসা রোড। আমার বিকাশ নম্বর ০১৭৭০৩৮০০৫১।