3:27 pm , December 1, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ চুরি হওয়া ১৭টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে বরিশাল জেলা পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। তিনি জানান, আইসিটি শাখা ও ডিবি পুলিশের একটি বিশেষ টিম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে এসব মোবাইল ফোন সেট উদ্ধার করে। বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়। এর মধ্যে ১৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ সুপার। এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও অপরাধ) মো. ইকবাল হোসাইনসহ উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।