3:26 pm , December 1, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে প্রশাসনিক কর্মকর্তা পদে ৩ জন উপ প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এ পদোন্নতি প্রদান করা হয়। পদোন্নতি প্রাপ্তরা হচ্ছেন : পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা বিউটি বেগম, দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ খলিলুর রহমান এবং মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হান্নান। তাদেরকে পরবর্তী পদায়নের জন্য বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে। মন্ত্রনালয়ের যুগ্ম সচিব রিপন চাকমা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারী কর্ম কমিশনের সুপারিশ মোতাবেক পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ১০ গ্রেডে উন্নীত করা হলো।