মানুষের চরিত্রে যদি শুদ্ধতা না থাকে তাহলে উন্নয়ন সম্ভব নয় -মন্ত্রী পরিষদ সচিব মানুষের চরিত্রে যদি শুদ্ধতা না থাকে তাহলে উন্নয়ন সম্ভব নয় -মন্ত্রী পরিষদ সচিব - ajkerparibartan.com
মানুষের চরিত্রে যদি শুদ্ধতা না থাকে তাহলে উন্নয়ন সম্ভব নয় -মন্ত্রী পরিষদ সচিব

3:20 pm , December 1, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, উন্নয়ন যদি নিশ্চিত করতে হয় তাহলে সবাইকে সুশাসন ও শুদ্ধাচার নিশ্চিত করতে হবে। শুদ্ধাচারের মূল কথা হলো মানুষের চরিত্রের শুদ্ধতা। মানুষের চরিত্রে যদি শুদ্ধতা না থাকে তাহলে উন্নয়ন সম্ভব না। গুড গভর্নেন্স নিশ্চিত করতে হলে শুদ্ধাচার, পারফরমেন্স এগ্রিমেন্ট,  রাইট টু ইনফরমেশনসহ এসব দিকগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের আয়োজনে বরিশাল বিভাগের সরকারি মেডিকেল/ডেন্টাল কলেজের চিকিৎসকবৃন্দ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে স্বাস্থ্য শিক্ষায় শুদ্ধাচার ও সুশাসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহষ্পতিবার সকালে বরিশাল নগরের বান্দ রোডস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের সহযোগীতায় এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সাবেক সচিব ও এটুআই এইচ ডি মিডিয়ার সিনিয়র স্ট্যাটাটেজিক অ্যাডভাইজার কামরুন নাহার, কৃষি মন্ত্রনালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম, ভূমি মন্ত্রনালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব মোঃ সাইফুর হাসান বাদল, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ এ কে এম আমিরুল ইসলাম, পরিবার পরিকল্পনার মহাপরিচালক সাহান আরা বানু, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT