পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আ.লীগের কর্মসূচি ঘোষণা পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আ.লীগের কর্মসূচি ঘোষণা - ajkerparibartan.com
পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আ.লীগের কর্মসূচি ঘোষণা

3:26 pm , November 30, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ আগামীকাল ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি । এ উপলক্ষে নগরীতে আলোচনা সভা ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। গত সোমবার রাতে নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে ডিসেম্বর মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি সভা করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সভা শেষে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর জানান, ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি দিবস উপলক্ষে বরিশাল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় জমায়েতের পরিকল্পনা করা হয়েছে। এরপর সেখান থেকে শুরু হবে সমাবেশ ও আনন্দ র‌্যালি। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত থাকবেন। এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, ‘আমরা প্রতিবছর শান্তিচুক্তির দিবসটি আলাদা গুরুত্ব দিয়ে পালন করে থাকি। এ বছর ব্যতিক্রমী আয়োজনে শান্তির দিবসটি উদ্?যাপন করা হবে। দিবসটি পালন উপলক্ষে নগরীতে ব্যানার-পোস্টার লাগানো হয়েছে।’বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা এবং শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ ৭২ দফার একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর থেকেই তা ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি নামে অভিহিত হয়ে আসছে। দিনটিকে কেন্দ্র করে বরিশাল জেলা ও মহানগর ছাড়াও জেলার ১০টি উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আলাদাভাবে ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি দিবস পালন করবে।এদিকে আলোচনা সভায় ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি দিবস উদ্?যাপন ছাড়াও ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস, ১০ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপির শুভ জন্মদিন উদ্?যাপন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন ও ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT