3:24 pm , November 30, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে ভোলার সাথে সহজ যোগাযোগের একমাত্র মাধ্যম বরিশাল-ভোলা নৌরুটের স্পিডবোট। এ রুটের বরিশাল ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে গত দুইদিন থেকে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এ রুটের যাত্রীরা।
সূত্রমতে, বরিশাল-ভোলা নৌরুটে প্রায় দুই শতাধিক স্পিডবোট চলাচল করছে। বরিশাল থেকে ভোলার ভেদুরিয়া এবং ভেদুরিয়া থেকে বরিশাল ও লাহারহাট পর্যন্ত এসব স্পিডবোট চলাচল করে। বোটের চালকরা বলেন, মঙ্গলবার সকাল থেকে বরিশাল স্পিডবোটের ঘাট থেকে বোট চলাচল করতে নিষেধ করেছে। তাই বন্ধ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্পিডবোটের চালকরা বলেন, বরিশালের ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। যে কারণে অনির্দিষ্টকালের জন্য বোট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে কি নিয়ে বা কার সাথে এ দ্বন্দ্ব চলছে তা নিয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেন না।
ভোলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোসলেম উদ্দিন পাটোয়ারী বলেন, ভোলার ভেদুরিয়া ঘাটে কোনো সমস্যা নেই। তবে বরিশালের ঘাটে দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। তারা বোট চলাচল করতে নিষেধ করায় আমরা বোট চালাচ্ছি না। তিনি আরও বলেন, আমাদের বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকার পরেও আমরা বোট চালাতে পারছিনা।
ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লিটিএ) শহিদুল ইসলাম বলেন, শুনেছি বরিশাল ঘাটে বোট চলাচল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে, তাই বোট চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে স্পিডবোট চলাচলে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।