পাল্টে গেছে মহসিন মার্কেটের নাম পাল্টে গেছে মহসিন মার্কেটের নাম - ajkerparibartan.com
পাল্টে গেছে মহসিন মার্কেটের নাম

3:24 pm , November 30, 2022

শামীম আহমেদ ॥ ৩৯ বছর পর নগরীর হাজি মুহাম্মদ মহসিন হকার্স মার্কেট এর নাম পরিবর্তন করে ডিসি মার্কেট রাখা হয়েছে। আকস্মিক এ মার্কেটের নাম পরিবর্তন করায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা। হাজি মুহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ করে দেখতে পাই মার্কেটের নাম পরিবর্তন করে ডিসি মার্কেট লেখা সম্বলিত সাইনবোর্ড লাগানো হচ্ছে। যারা সাইনবোর্ড সাটানোর কাজ করছিলো তারা জানায় সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা এটি লাগানোর নির্দেশ দিয়েছেন। তাই ব্যবসায়ীদের পক্ষ থেকে তাৎক্ষনিক কয়েকজন সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তার কাছে গেলে তিনি কোন ভ্রুক্ষেপই করেননি বিষয়টি নিয়ে। ব্যবসায়ীদের দাবি বর্তমান সহকারি কমিশনার হাজি মুহাম্মদ মহসিন সম্পর্কে জানেন না। তবে মার্কেটটির সুনাম ও  ব্যবসায়ীক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে দানবীর ও শিক্ষানুরাগী হাজি মুহাম্মদ মহসিন এর নামানুসারে মার্কেটটির নাম বহাল রাখার দাবী ব্যবসায়ীদের।
ব্যবসায়ী শেখ আবুল হাসেম জানান, ১৯৮৩ সালের ১৩ ফেব্রুয়ারি তৎকালীন বরিশালের (বাকেরগঞ্জ) জেলা প্রশাসক এমএ বারী বরিশাল নদী বন্দরের পশ্চিম দিকের বর্তমান স্থানে ভাসমান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হাজি মুহাাম্মদ মহসিন হকার্স মার্কেট এর উদ্বোধন করেন। এরপর থেকে মহসিন হকার্স মার্কেটটি  সুনামের সাথে ৪০ বছর ধরে এখানে পরিচালিত হচ্ছে। বর্তমানে এখানে ২ শতাধিক ব্যবসায়ী রয়েছেন।
তিনি বলেন, এত বছর পর কিছু না জানিয়ে এবং আমাদের ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে হঠাৎ মার্কেটের নাম পরিবর্তন করা হলো।
সাংস্কৃতিকজনরা জানান, জেলা প্রশাসক এমএ বারী ১৯৮৩ সালে মহসিন হকার্স মার্কেট এর উদ্বোধন করেন। কিন্তু ৪০ বছর পর কোন কথাবার্তা ছাড়াই সাইনবোর্ড লাগিয়ে মার্কেটের নাম পরিবর্তন করবে এটা খুবই দুঃখজনক বরিশালের জন্য। আমরা চাই মার্কেটটি আগের নামেই থাকুক।  ওইখানে যারা ব্যবসা করে তাদের লাইসেন্সসহ কাগজপত্রই পূর্বের নামে। সেখানে কাউকে কিছু না জানিয়ে জোর করে এভাবে সাইনবোর্ড লাগানো খুবই দুঃখজনক। এমনকি জেলা প্রশাসকের ওয়েব সাইটেও এ সংক্রান্ত কোন প্রজ্ঞাপন খুঁজে পাওয়া যায়নি। খাস খতিয়ান হোক আর যে খতিয়ানের হোক না কেন, সবকিছুই রাষ্ট্রের এবং নাগরিকদের জন্য। আর তা দেখভালের দায়িত্ব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের । সেই হিসেবে ইচ্ছে করলেই সবকিছু করে ফেলা সম্ভব নয়।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এ ধরণের কাজ করার আগে বরিশালের মানুষ ও ব্যবসায়ীদের নিয়ে গণশুনানি কিংবা আলোচনা করা যেত। কারন বরিশালের হাজি মুহাম্মদ মহসিন হকার্স মার্কেট বরিশালের ইতিহাস ও ঐতিহ্যের সাথেও জড়িত। সেইসাথে এখানে অনেকের আবেগও কাজ করে।
আর নাম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে বরিশাল সদরের সহকারি কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম বলেন, মার্কেটের জায়গাটি খাস খতিয়ানের জায়গায় রয়েছে। এটির নাম পরিবর্তন জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তে হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT