যারা দিনের ভোট রাতে কাটে তাদের সাথে বিএনপি খেলে না : গয়েশ্বর যারা দিনের ভোট রাতে কাটে তাদের সাথে বিএনপি খেলে না : গয়েশ্বর - ajkerparibartan.com
যারা দিনের ভোট রাতে কাটে তাদের সাথে বিএনপি খেলে না : গয়েশ্বর

3:23 pm , November 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা দিনের ভোট রাতে কাটে তাদের সাথে বিএনপি খেলে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে দেখা যাবে কত খেলতে পারেন। বুধবার দুপুরে দেশব্যাপী গায়েবী, মিথ্যা মামলা, পুলিশি নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গয়েশ্বর আরও বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ পল্টনে হবে। আমরা সমাবেশ করবো পল্টনে। কিন্তু অনুমতি দিয়েছে সোহরাওয়ার্দী  উদ্যানে। সাথে শর্ত দিয়েছে ২৬ টি। সমাবেশে কোনো জেলার কাউকে দাওয়াত দেয়া হয়নি। বিএনপি কোনো অবস্থান ধর্মঘট দেয়নি, শুধু দিয়েছি সমাবেশ। বিএনপি কিছু গোপন রাখে না, সরাসরি বলে দিবে কোন দিন কি হবে। ভোটের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি গুম খুনের বিচার চায় বিএনপি।
এ সময় প্রশাসনকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, আপনারা একটু পেশাজীবি হন।  চাকরির রুলস মেনে চলেন। কদিন পর বেতনের টাকা পাবেন না। পুলিশের এতো ভয় কেন। সরকারের প্রতিনিধিত্ব পরিবর্তন হয়। প্রশাসনের হয় না।  এ সময় আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিএনপির গণসমাবেশ সফল করার আহবান জানান অন্যান্য নেতারা।
মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চান, মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদনস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক ও সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, জিয়া উদ্দীন সিকদার, মহানগর বিএনপির সদস্য আনম সাইফুল আহসান আজিম, মহানগর মহিলা দলের সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান, মহানগর শ্রমিকদলের আহবায়ক মো. ফয়েজ আহমেদ খান, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি এ্যাড. আকতারুজ্জামান শামীম, জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচএম তছলিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা দরবেশ বাংলাদেশী দরবেশ না, তিনি পাকিস্তানি দরবেশ বলেই শেয়ার বাজারের কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT