3:25 pm , November 29, 2022
উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পদে দলের ত্যাগী নেতা ও রাজপথে লড়াকু সাহসী মুজিব সৈনিক মো. মিঠু বেপারীকে দেখতে চান তৃনমূলের নেতাকর্মীরা। বিগত জোট সরকারের আমলে মিঠু বেপারী ও তার পরিবার হামলা মামলায় নির্যাতিত হয়েও রাতের আধারে আওয়ামী লীগের জন্য কাজ করে। কর্মী বান্ধব মিঠু বেপারীকে দল থেকে মূল্যায়ন করে উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব দেয়া হলে সংগঠনটি লাভবান হবেন বলে অভিমত দিয়েছেন শতশত নেতাকর্মীর। বুধবার উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃনমূলের নেতাকর্মীদের ইচ্ছা ও চাহিদা পুরনে শিকারপুর এলাকার বাসিন্দা মো. মিঠু বেপারী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা দেয়ায় উজিরপুর উপজেলা জুড়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরী হয়েছে। দলের জন্য কাজ করা নিবেদিত মিঠু বেপারীর পুরো পরিবার মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত রয়েছে দীর্ঘ সময় ধরে। দলের দু:সময় নিজ হাতে পোষ্টার লাগানো একজন কর্মী মিঠু বেপারী দলের নেতৃত্ব দিলে সংগঠনটি লাভবান হবেন বলে প্রকাশ্যে বলছেন সংগঠনের কর্মীরা। সুনামের সাথে দীর্ঘ দিন ধরে সংগঠনের জন্য কাজ করা মিঠু বেপারী স্বেচ্ছাসেবক লীগের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সে কারনে উপজেলা কমিটির সাধারন সম্পাদক পদে তাকে দেখতে চান নেতা কর্মীরা।