3:24 pm , November 29, 2022
খবর বিজ্ঞপ্তির ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রাজনৈতিক কর্মকান্ডের উপর নিষেধাজ্ঞার আদেশ হাইকোর্ট স্থগিত করায় নগরীতে শোকরানা সভা হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর কার্যালয়ে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। বক্তব্য রাখেন জেলা জাপার সদস্য সচিব এ্যাড. এমএ জলিল, মহানগরের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, ফোরকান তালুকদার, কামরুজ্জামান চৌধুরী কামাল, জেলা জাপার যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম খোকন, নজরুল ইসলাম হেমায়েত, আবদুল আলিম মাস্টার, জাতীয় শ্রমিক পার্টি বরিশাল জেলা সভাপতি আবদুল মান্নান, সহ সভাপতি জাহাঙ্গীর ফকির, জাতীয় যুব সংহতি বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক গিয়াস উদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, জাপা নেতা গোলাম রব্বানী সুরুজ, বাবু ননী গোপাল, জাতীয় সেচ্ছাসেবক পার্টি নেতা মুজিবুর রহমান, আবুল কালাম, জাপা নেতা রিপন মোল্লা, মহানগর শ্রমিক পার্টির সভাপতি আবদুস সোবাহান, সাধারন সম্পাদক সোহেল মিয়া, জাতীয় সাংস্কৃতিক পার্টির জেলা আহবায়ক মুন্সি এমএ নওশের ফারুকী, মহানগর আহবায়ক শাহিন আলম। পরে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।