3:14 pm , November 29, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নগরীর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখর চন্দ্র দাসকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানোহয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আওয়ামী লীগ বরিশাল মহানগর এর এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখর চন্দ্র দাস’র সাংগঠনিক সকল কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। একটি সুত্র জানিয়েছে নগরীর ১০নং ওয়ার্ডে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে শেখরের বিরুদ্ধে। স্পীডবোট ঘাট, মহসিন মার্কেট, কাচাবাজার সহ বেশ কিছু জায়গায় নিয়মিত চাঁদাবাজির করতো শেখর। এমনকি দলীয় নেতাকর্মীদের কেও ছাড় দিতো না শেখর। এসব কারনে দলীয় হাইকমান্ড তার উপরে ক্ষুব্ধ ছিলো।