বরিশালে দুর্ঘটনায় নিহত দুই অটো চালকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান বরিশালে দুর্ঘটনায় নিহত দুই অটো চালকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান - ajkerparibartan.com
বরিশালে দুর্ঘটনায় নিহত দুই অটো চালকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

3:21 pm , November 28, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে দুর্ঘটনা জনিত কারণে নিহত দুইজন অটো চালকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বরিশাল জেলা অটো টেম্পু ও আলফা-মাহিন্দ্রা ট্যাক্সিক্যাব,মিশুক,এলপিজি সিএনজি,থ্রী হুইলার চালক ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। গতকাল দুপুরে নথুল্লাবাদ সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়। অসুস্থতা জনিত কারণে সংগঠনের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংগঠনের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাস সহায়তার নগদ অর্থ নিহত চালকদের স্ত্রীদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থ্রী হুইলার মালিক সমিতির সাধারন সম্পাদক দুলাল শ্রমিক ইউনিয়নের সহ সাধারন সম্পাদক খলিলুর রহমান,আলমগীর শ্রমিক নেতা রামা, খোকন তালুকদারসহ অন্যান্যরা। জানা গেছে সংগঠনের সদস্য নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাসিন্দা তুষার আহমেদ এবং উজিরপুরের গাজিরপাড় এলাকার বাসিন্দা হালিম মল্লিক সম্প্রতি দুর্ঘটনা জনিত কারনে মৃত্যুবরণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT