3:17 pm , November 28, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল বই মেলার উদ্ধোধন করা হয়েছে। গতকাল জাতীয় গ্রন্থ কেন্দ্র’র আয়োজনে উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল-আহসান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অসিম কুমার দে। অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুছ,সনাক এর সভাপতি প্রফেসর শাহ সাজেদা প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলায় আগত স্টলগুলো ঘুরে দেখেন। মেলা চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।