বরিশাল বোর্ডে পাশের হারের সাথে কমলো জিপিএ-৫ বরিশাল বোর্ডে পাশের হারের সাথে কমলো জিপিএ-৫ - ajkerparibartan.com
বরিশাল বোর্ডে পাশের হারের সাথে কমলো জিপিএ-৫

3:14 pm , November 28, 2022

এসএসসির ফলাফলে করোনার প্রভাব

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা মহামারীর প্রভাব পড়েছে বরিশালের এসএসসি পরীক্ষার ফলাফলে। বরিশাল শিক্ষা বোর্ডে গত বছরের চেয়ে কমেছে পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা। গত বছরের চেয়ে পাশের হার দশমিক ৫৮ ভাগ হ্রাস পেয়ে ৮৯.৬১%-এ ঠেকেছে। এছাড়া গত বছরের চেয়ে এবার বরিশাল বোর্ডে জিপিএ-৫’এর সংখ্যাও দেড় শতাধিক হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮ টিতে। গত বছর এ শিক্ষা বোর্ডে ১০ হাজার ২১৯ জন জিপিএÑ৫ পেয়েছিলো। তখন পাশের হার ছিলো ৯০.১৯%।
এদিকে এবারো যথারীতি ছেলেদের চেয়ে মেয়েরা আশাতীত ভাল ফল করেছে। এ শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৮৯.৬১% হলেও মেয়েদের সাফল্যের হার ৯৬.৬৭%। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৬.৬৭। সেখানেও মেয়েদের পাশের হার ৯৭.২২%। বিজ্ঞান বিভাগে ছেলেদের পাশের হার ৯৬.১২%। বরিশাল ক্যাডেট কলেজের ৫৪ ছাত্রের সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানটির সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সোমবার সারাদেশের সাথে বরিশাল শিক্ষা বোর্ডের ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবার পরে উচ্ছ্বসিত সাধারন ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবক মহলও। ফলাফল প্রদান অনুষ্ঠানে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, ফলাফল তথা পাশের হারে আমরা সন্তুষ্ট। ফলাফল ভালো হলে যেমন সফলতার ভাগ শিক্ষার্থী,শিক্ষক ও বোর্ডের তেমনি খারাপ হলে সবার আগে দায়ভার আমরা বোর্ড কর্তৃপক্ষ নেই।
এবারে বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ৯৪ হাজার ৮৭১ অংশগ্রহনকারীর মধ্যে সব বিভাগে মেয়েদের গড় সাফল্যের হার ৯১.১৬% হলেও ছেলেদের এই হার ৮৭.৯৬%। জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েদের সংখ্যা ৬ হাজার ১৮৭ আর ছেলেদের সংখ্যা মাত্র ৩ হাজার ৮৮১। অথ্যাৎ ছেলেদের চেয়ে মেয়েদের জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দ্বিগুন। এবার বিজ্ঞান বিভাগে মেয়েদের পাশের হার এ যাবৎ কালের সর্বোচ্চ ৯৭.২২%। ছেলেদের সাফল্য ৯৬.১২%। ব্যবসা শিক্ষা বিভাগে মেয়েদের সাফল্যের হার ৯৬.১৮% হলেও ছেলেদের ৯৩.৩৫%। আর মানবিক বিভাগে মেয়েদের সাফল্যের হার ৮৮.০২% হলেও ছেলেরা অনেক পিছিয়ে, মাত্র ৮২.০২%।
বরিশাল বোর্ডে এবারো জিপিএ-৫ নিয়ে সাফল্যের হারে বিজ্ঞান বিভাগে ৮ হাজার ২২১ ছাত্রÑছাত্রী উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে ৪ হাজার ৬৯৬ ছাত্রী। মানবিক বিভাগে ১ হাজার ৩২৮ এবং ব্যবসা শিক্ষা বিভাগে মাত্র ৫১৯ ছাত্রÑছাত্রী জিপিএ-৫ লাভ করেছে। প্রতিটি বিভাগেই মেয়েরা এগিয়ে।
বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ৬ জেলার ১ হাজার ৪৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৪ হাজার ৮৭১ ছাত্রÑছাত্রী ১৮৭টি কেন্দ্রে অংশ নিলেও এবারের এসএসসি পরিক্ষায় শূন্য পাশের হারের কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। ১৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ছাত্রÑছাত্রীই পাশ করেছে। যার মধ্যে বরিশাল জেলায়ই ৪০টি হলেও গড় পাশের হারে এ জেলার অবস্থান এবার চতুর্থ। ভোলার ৩৩টি, পিরোজপুরে ৩২, বরগুনার ২০, ঝালকাঠীর ১৩টি ও পটুয়াখালীর মাত্র ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ছাত্রÑছাত্রী এবারের মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। তবে এবার বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ১ হাজার ৫৪৯ ছাত্রÑছাত্রী অংশ গ্রহণই করেনি। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বোর্ডে মোট ৪৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জেলাওয়ারী ফলাফলে ৯২.৫২% সাফল্য নিয়ে ভোলার অবস্থান ৬ জেলার শীর্ষে। জেলাটির ২১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ হাজার ৪০১ ছাত্রÑছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। বোর্ডের দ্বিতীয় অবস্থানে পিরোজপুরের ২৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ৯৭৮ ছাত্রÑছাত্রীর পাশের হার ৯১.৮৩%। তৃতীয় অবস্থান বরগুনার ১৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ৮৯ ছাত্রÑছাত্রীর পাশের হার ৯০.৭৩%। চতুর্থ অবস্থানে বিভাগীয় সদরের জেলা বরিশাল। জেলাটির ৪১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ হাজার ৬৩২ ছাত্রÑছাত্রীর গড় পাশের হার ৯০.৫৪%। ৫ম অবস্থানে দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীর ১৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার ৪৭০ ছাত্রÑছাত্রীর গড় পাশের হার ৮৬.৯৩%। আর দক্ষিণাঞ্চলে ৬টি জেলার সবার নিচে এবার পটুয়াখালীর অবস্থান। জেলাটির ২৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের গড় হার ৮৪.২৩%। অংশগ্রহণকারী ছাত্রÑছাত্রীর সংখ্যা ছিলো ১৫ হাজার ৪৬৯। বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও পটুযাখালী জেলার অবস্থান ছিলো ৬ জেলার সর্ব নি¤েœ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT