3:01 pm , November 28, 2022

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ পীরে কামেল বাংলার শীর্ষস্থানীয় পীর শাহ সুফি নেছার উদ্দিন (র) প্রতিষ্ঠিত ছারছীনা দরবার শরীফের ১৩২ তম অগ্রহায়ন মাসের বার্ষিক ইছালে সওয়াব মাহফিল শরু হয়েছে। গতকাল সোমবার মাগরিব নামাজ বাদ জিকিরের পর পীর সাহে শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ বয়ানের মধ্যদিয়ে মাফিলের উদ্বোধন করেন। মাফিল উপলক্ষে ছারছীনা দরবার মরীফের পার্শবর্তা জগৎপট্টি, মাগুরা, ছারছীনাসহ ন্বরূপকাঠিবাজার যেন নতুন সাজে সজ্জিত হয়েছে। ইতোমধ্যে হাজাহাজার মুরিদানরা সমবেত হচ্ছেন দরবারের বিশাল মাঠেনির্মিত প্যান্ডেলে। এলাকাভিত্তিক স্থান নিয়ে জায়গানিয়ে অবস্থান নিতে শুরু করেছেন। ভিআইপমেহমানের আগমনের লক্ষ্যে দু’টি হ্যালিপ্যাড প্রস্তুত করা হয়েছে। করা হয়েছে সব ধরনের ব্যবস্থা। পর্যাপ্ত আইণ শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার জোহর নামাজ বাদ আখেরী মোনাজাতের মধ্যদিয়ে মাহফিল শেষ হবে।