3:17 pm , November 27, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ড বরিশালের পরিচালক হলেন মোঃ কামাল হোসেন (উপসচিব)। গতকাল জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করা হয়। জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর কবে। মোঃ কামাল হোসেন ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি উপসচিব পদে পদোন্নতি পাওয়ায় তাকে একই কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হিসাবে পদায়ন করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রনালয়। গতকাল সে আদেশ বাতিল করে তাকে বরিশাল কর্মচারী কল্যান বোর্ডের পরিচালক হিসাবে বদলী আদেশ প্রদান করা হয়।