3:06 pm , November 27, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ধারাবাহিক উন্নয়নের স্বার্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাই কারো মধ্যে কোন ভেদাভেদ ও ভুল বোঝাবুঝি থাকলে দলের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে নিরলস কাজ করার আহবান জানান তিনি। রোববার বিকেলে উজিরপুর মহিলা কলেজ মাঠে আয়োজিত জাতীয় শ্রমিক লীগ উজিরপুর উপজেলা শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় শ্রমিক লীগ উজিরপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, স্থানীয় সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু,সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল প্রমূখ। জাতীয় শ্রমিক লীগ উজিরপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মোঃরফিকুল ইসলাম শিপন মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ বরিশাল জেলার সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার,বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের। এছাড়াও বক্তব্য রাখেন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক বড়াকোঠা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সহিদুল ইসলাম মৃধা, উজিরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, সকল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খায়রুল বাশার লিটন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,জেলা, উপজেলা ও ইউনিয়ন শ্রমিকলীগের নেতৃবৃন্দ।