3:15 pm , November 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ চার মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার পৃথক অভিযানে খুলনার মাটিয়াখালি এলাকার মৃত হাসমত আলীর ছেলে সাহেব আলী (৩৪), সাতক্ষীরার আশাশুনী বুড়িয়া (বড়দল) এলাকার মৃত হানিফ গাইনের কন্যা রেহেনা বেগম (৩০), কাশিপুর গণপাড়া এলাকার ইউসুফ আলী খানের সুজন খান (২৫) ও চরকাউয়া বড়ইতলা এলাকার জাহাঙ্গীর খানের মোস্তফা ওর?ফে রনি ওরফে ছোট্র (২৮)।
পুলিশ জানায় ঢাকা বরিশাল মহাসড়কের রামপট্টি বাজার এলাকায় অভিযান করে ৪০ বোতল ফেন্সিডিল সাহেব আলী ও রেহেনাকে আটক করা হয়েছে। কলাডেমা খান বাড়ী পোল মোঃ আবুল কালাম হাওলাদার এর চায়ের দোকানের সামনে থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ সুজন ও চরকাউয়া বড়ইতলা থেকে দুই কেজি গাঁজাসহ ছোট্টকে আটক করা হয়। পৃথক তিন অভিযানে তিনটি মামলা হয়েছে।