লড়ি চাপায় ভবঘুরে নিহত লড়ি চাপায় ভবঘুরে নিহত - ajkerparibartan.com
লড়ি চাপায় ভবঘুরে নিহত

3:14 pm , November 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলায় লড়ি চাঁপায় অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী ভবঘুরে নিহত হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। অজ্ঞাত পরিচয়ের ভবঘুরের বয়স আনুমানিক ৩৫/৪০ বছর হবে বলে মহানগর পুলিশের বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন। তিনি জানান, ভোলা থেকে ১৬ চাকার একটি লড়ি বরিশাল নগরীর উদ্দেশ্যে যাচ্ছিলো। সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের লাহারহাট এলাকার মহসিন মিয়ার বাড়ির সামনে ভবঘুরে ব্যক্তিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে ভবঘুরে নিহত হয়েছে।
ওসি আরো জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লড়ি ও চালক আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT