3:13 pm , November 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন থেকে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। শনিবার সকালে এ অভিযান পরিচালনা করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। আটক মাদক বিক্রেতা হলো- মামুন হাওলাদার (৩৪)। সে চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও নলছিটির বৈশাখীয়া বাজার চৌমাথার এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের দল চাঁদপুর ইউপির দুর্গাপুর গ্রামের এইচএম সাইফুল আলমের ভাড়াটিয়া ঘরে অভিযান করে। এ সময় ১ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ মামুনকে আটক করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা করা হয়েছে।