3:11 pm , November 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ আশির দশকের জনপ্রিয় ছাত্রনেতা বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস ও আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের নামে তার পৈত্রিক বাসস্থান অক্সফোর্ড মিশন রোডটি “বীর মুক্তিযোদ্ধা শহীদ খান” এর নামে নামকরণের দাবী জানিয়েছে এলাকাবাসী। বিএম কলেজের তৎকালীন জনপ্রিয় এই নেতার স্মৃতি ধরে রাখার জন্য বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর কাছে অনুরোধ জানিয়েছেন অক্সফোর্ড মিশন রোডের এলাকাবাসী। গতকাল অক্সফোর্ড মিশন রোডের সর্বস্তরের বাসিন্দারা আজকের পরিবর্তনকে জানান তুখোর ছাত্রনেতা, সদালাপি, পরোপকারী এই ছাত্র নেতা মাত্র ৪৭ বছর বয়সে ইন্তেকাল করেন। শহীদ খান ১৯৯২ সালে দুরারোগ্য বক্ষব্যাধিতে আক্রান্ত হন এবং ২০০৪ সালে মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে বরিশাল সিটি কর্পোরেশনকে নামকরণের বিষয়ে একটি প্রস্তাব প্রেরণ করা হয়েছে। তবে বরিশাল সিটি কর্পোরেশন থেকে এখন পর্যন্ত এই প্রস্তাবের বিষয়ে মন্ত্রণালয়কে কোন কিছু অবহিত করা হয়নি। অবিলম্বে এলাকাবাসী বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য মেয়রের আহ্বান জানিয়েছেন।