রাতের অন্ধকারে অন্যের স্ত্রীর কাছে ইউপি সদস্য! রাতের অন্ধকারে অন্যের স্ত্রীর কাছে ইউপি সদস্য! - ajkerparibartan.com
রাতের অন্ধকারে অন্যের স্ত্রীর কাছে ইউপি সদস্য!

3:07 pm , November 26, 2022

লালমোহন প্রতিবেদক ॥ রাতের আঁধারে নিজের ঘর রেখে অন্যের ঘরে ইউপি সদস্যের প্রবেশকে কেন্দ্র করে লালমোহনে চলছে তোলপাড়। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ এলাকায় এক দিনমজুরের ঘরে প্রবেশ করেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুবুল আলম সেন্টু। এসময় ঘরে থাকা গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে হাতেনাতে ধরেন ওই গৃহবধূর শ্বশুর মো. জসিম। এ ঘটনা জানাজানির পর থেকে এলাকায় চলছে তোলপাড়। ওই গৃহবধূর শ্বশুর জসিম জানান, আমি রাতে দরজা ভেঙে সেন্টু মেম্বারকে এক সঙ্গে আমার পূত্রবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরি। কোরআন শপথ করেও আমি এ ঘটনা বলতে পারবো। ঘটনাটি মানুষজনকে জানালে মেম্বার সেন্টুসহ তার লোকজন আমাকে মারধরের চেষ্টা করে। আমি এর বিচার চাই। তবে এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবী করে ইউপি সদস্য মাহাবুবুল আলম সেন্টু বলেন, আমাকে ফাঁসাতে একটি চক্র এ অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মুরাদ বলেন, সেন্টু মেম্বার এলাকায় এক গৃহবধূর সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়েছে বলে এলাকা থেকে আমাকে জানানো হয়েছে। তবে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে এবিষয়ে আমাকে অবহিত করা হয়নি। এদিকে, স্থানীয়দের অভিযোগ ওই মহিলার স্বামী এলাকার বাহিরে থাকার সুযোগে দীর্ঘদিন ধরে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে আসছেন ইউপি সদস্য মাহাবুবুল আলম সেন্টু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT