3:42 pm , November 24, 2022

বিশেষ প্রতিবেদক ॥ বিশ^ জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের আয়োজনে বরিশালে ঐতিহাসিক আজিমুশ^ান ইসলামী জলসা অনুষ্ঠিত হচ্ছে আজ (শুক্রবার)। মহানগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ মাঠে শুক্রবার বাদ আসর থেকে এ মাহফিল শুরু হবে। বিশ^ জাকের মঞ্জিলের আগামী উরশ শরীফের আগে দেশের ৮টি বিভাগীয় সদরে আজিমুশ^ান ইসলামী জলসার আয়োজন করা হয়েছে। বরিশাল বিভাগীয় সদরের এ জলসায় সমগ্র দক্ষিণাঞ্চলের জাকেরান ও আশেকানবৃন্দ সহ সর্বস্তরের মুমিন মুসলমানরা অংশ নেবেন বলে জানা গেছে। এ্যাডভোকেট আলহাজ্ব নূর মোহম্মদ হাওলাদার সাহেবের সভাপতিত্বে এ মাহফিলে বিশ^ জাকের মঞ্জিলের বিশিষ্ট খাদেম ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন আলহাজ্ব মুফতি মাওলানা আবু নাসের জেহাদী, আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী, মুফতি মাওলানা আলাউদ্দিন জেহাদী, মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদী ও ক্বারী মাওলানা রুহুল আমীন সিদ্দিকী সাহেব সহ প্রখ্যাত ওলামায়ে কেরামরা ওয়াজ করবেন বলে জানা গেছে।
মাহফিলে সম্পূর্ণ পর্দা রেখে মহিলাদের বসার ব্যবস্থা রাখা হয়েছে বলে মাহফিল এন্তেজাম কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।