2:36 pm , November 23, 2022

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় পপি সিকদার (১৮) নামে এক সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাগর হাওলাদারের বিরুদ্ধের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার উত্তর মঠবাড়িয়া গ্রামে। সাগর উত্তর মঠবাড়িয়া গ্রামের লিটন হাওলাদারের পুত্র। নিহত পপির বাবা গৌতম জানান, গত ৪ বছর পূর্বে তার মেয়ে পপি স্কুলে যাওয়ার পথে সাগর জোর পূর্বক তুলে নিয়ে বিয়ে করেন। বিয়েতে তার পরিবার রাজি না থাকলেও তাদের দাম্পত্য জীবনে পুত্র সন্তান হওয়ায় মেয়ের সুখের কথা চিন্তা করে পরে মেনে নেন। কিন্তু সাগর নেশাগ্রস্থ হওয়ায় প্রায়ই পপিকে মারধর করত। সম্প্রতি পপিকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
নিহত পপির ভাই অপু সিকদার জানান, গত দুই দিন আগে আমি আমার বোনকে জামাই বাড়িতে দিয়ে যাই। কিন্তু বুধবার সকালে খবর পাই পপি মারা গেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক সন্তানের জননী পপির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।