অর্থ আত্মসাত মামলায় মানিক মিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নিকুঞ্জ বিহারী কারাগারে অর্থ আত্মসাত মামলায় মানিক মিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নিকুঞ্জ বিহারী কারাগারে - ajkerparibartan.com
অর্থ আত্মসাত মামলায় মানিক মিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নিকুঞ্জ বিহারী কারাগারে

3:17 pm , November 20, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ অর্থ আত্মসাত মামলায় বরিশাল নগরীর বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিকুঞ্জ বিহারী দেবনাথকে জেলে পাঠিয়েছে আদালত। রোববার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। মুখ্য হাকিম মো. আশরাফ উদ্দিন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আনিচ উদ্দিন শহিদ। মামলার বরাতে আনিচ উদ্দীন শহিদ জানান, নিকুঞ্জ বিহারী দেবনাথ ও বর্তমান হিসাব সহকারী কাম হিসাব রক্ষক নিরঞ্জন চন্দ্র দেবনাথের বিরুদ্ধে গত ২৪ জুলাই বর্তমান অধ্যক্ষ মো. আবুল কাসেম আদালতে মামলা করেন। মামলায় পরস্পর যোগসাজসে অবৈধ উপায়ে বিভিন্ন সময়ে ১৭ লাখ ৭৭ হাজার ৯৬২ টাকা আত্মসাত করার অভিযোগ আনা হয়েছে। মামলার আসামী হিসেবে সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিকুঞ্জ বিহারী দেবনাথ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT