পিরোজপুরে টমটম-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুরে টমটম-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - ajkerparibartan.com
পিরোজপুরে টমটম-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১

3:16 pm , November 20, 2022

তরিকুল ইসলাম, পিরোজপুর ॥ পিরোজপুরে টমটম-অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে রিয়াজ হাওলাদার নামের এক অটোচালক নিহত হয়েছেন। রবিবার সকালে পাড়েরহাট সড়কে বড়পোল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো: মাসুদুজ্জামান। নিহত রিয়াজ হাওলাদার (৪০) ইন্দুরকানী উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের লতিফুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর থেকে ইন্দুরকানীগামী একটি ব্যাটারী চালিত অটো রিকশার সাথে পাড়েরহাট থেকে পিরোজপুরের দিকে আগত একটি টমটম গাড়ির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক রিয়াজ হাওলাদার নিহত হয়। রাস্তার পাশের গাছের সাথে ধাক্কায় টমটম চালক টমটমে আটকা পড়ে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো: কাজল মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। টমটম চালক গাছের সাথে আটকে যাওয়ার পর তাকে উদ্ধার করা হয়েছে। টমটম-নসিমন রাস্তায় বেপরোয়াভাবে চললে এমনভাবে অনেক মায়ের বুক খালি হয়ে যাবে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো: মাসুদুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল থেকে ঘাতক টমটমটি আটক করেছি। লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT