3:46 pm , November 19, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। গতকাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ। প্রধান অতিথি খন্দকার আনোয়ার হোসেন বলেন, আমেরিকা-চীন-জাপানের মতো সমৃদ্ধশালী দেশগুলো এখন বিশ্বসেরাদের তালিকায়। আর তা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই সম্ভব হয়েছে। তাদের সাথে আমাদেরও তাল মিলাতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসা উচিৎ। তবেই আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হবো। দুই দিনের এই মেলায় সরকারি-বেসরকারি অর্ধ শতাধিক স্টল স্থান পায়। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃষি সিনেমা প্রদর্শনের মাধ্যমে বিশেষভাবে আকর্ষিত করা হচ্ছে । মেলায় আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উম্মুক্ত থাকবে।