ভান্ডারিয়ায় ভ্যানচাপায় শিশু নিহত ভান্ডারিয়ায় ভ্যানচাপায় শিশু নিহত - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় ভ্যানচাপায় শিশু নিহত

3:50 pm , November 18, 2022

চালক ও হেলপার গ্রেপ্তার
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ার দক্ষিন ইকড়ি এলাকায় কাভার্ড ভ্যান চাপায় স্কুল শিক্ষার্থী হাফসা আক্তার (৮) নিহত হয়েছে। হাফসা আক্তার ওই এলাকার আফজাল বেপারির মেয়ে এবং দক্ষিন ইকড়ি খলিফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শেণির শিক্ষার্থী ছিলো।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যান মঠবাড়ীয়া থেকে ভান্ডারিয়া যাচ্ছিলো। হাফসা আক্তার প্রাইভেট পড়তে যাওয়ার সময় উপজেলার দক্ষিন ইকড়ি মোহন হাওলাদারের বাড়ির সামনে সড়কে পিছন থেকে হাফসাকে চাপা দেয় এবং ঘটনা স্থলেই সে মারা যায়। এ ব্যাপারে নিহত স্কুল শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবাররাতে থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ীসহ চালক ও হেলপার কে আটক করেছে। গাড়ী চালক বরিশালের জাগুয়া হাটের আক্কাস উদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল্লাহ আল নোমান ও হেলপার ঝালকাঠির কাবিপাড়ার বারেক সিকদারের ছেলে কামরুল হাসান। ভান্ডারিয়া থানার ওসি মো. আশিকুজ্জামান জানান, এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। গাড়ী চালক ও হেলপার দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT