3:22 pm , November 17, 2022

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রীর বিষপানে আতœহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় শিলা রানীকে বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা গৈলা ইউনিয়নের তালতারমাঠ গ্রামের ভবতোষ হালদার পরিবারে অভাব অনাটনের কারনে প্রায়ই তুচ্ছ ঘটনা নিয়ে তার স্ত্রী শিলা রানী হালদারকে শারীরিক নির্যাতন করে আসছিলো। বুধবার রাতেও তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী ভবতোষ হালদার স্ত্রী শিলা রানীকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করে ফেলে রাখে। স্বামীর নির্যাতন সইতে না পেয়ে বুধবার রাতে শিলা রানী হালদার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। শিলা রানীকে বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।