নগরীতে পুলিশ সদস্যের হামলায় আহত ৩ নগরীতে পুলিশ সদস্যের হামলায় আহত ৩ - ajkerparibartan.com
নগরীতে পুলিশ সদস্যের হামলায় আহত ৩

3:11 pm , November 17, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ কোতোয়ালি মডেল থানায় জিডি করায় সংখ্যালঘু সহ তিনজনকে ইট দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে পুলিশ সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নগরীর ১৪ নং ওয়ার্ড বিসিসি ড্রেন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলো : ওই এলাকার মৃত সুনীল হাজরার স্ত্রী নমিতা বাড়ৈ, ভাইয়ের ছেলের স্ত্রী সুইটি এবং প্রতিবেশি সুরাইয়া বেগম। এদের মধ্যে নমিতাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্য এসআই মনিরুল ইসলাম কালুশাহ্  সড়ক কবিরাজ বাড়ির মুখ সংলগ্ন ভাড়াটিয়া বাসিন্দা ও বরিশাল ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটায় কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের চেষ্টা সহ প্রাণনাশের হুমকির ঘটনায় গত একমাস পূর্বে সমিরন বাড়ি দুলালের ছেলে শিমুল বাড়ৈ নির্বাহী আদালতে মামলা দায়ের করেন। এতে এসআই মনিরুল ক্ষিপ্ত হয়। বুধবার সুইটি বরিশাল কোতোয়ালি মডেল থানায় এস আই মনিরুল ইসলামের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন।
নমিতা বাড়ৈ জানান, পাঁচ বছর পূর্বে নমিতা তার সম্পত্তি পুলিশ সদস্য এস আই মনিরুল ইসলামের কাছে বিক্রি করেন। ওই জমির রাস্তা না থাকায় কম দামে জমি বিক্রি করা হয়। কিন্তু দু’বছর ধরে তার জমির রাস্তা বের করতে না পেরে নমিতার ভাই দুলালের জমি ও প্রতিবেশি মেহেন্দিগঞ্জ থানার এসআই মাহাবুলের জমি দখলের চেষ্টা চালায়। মনিরুল ইসলাম নিজেকে পুলিশের কর্মকর্তা দাবি করে এই দুই পরিবারকে হয়রানি সহ বিভিন্ন ভয়-ভীতি ও খুন-জখমের  হুমকি দেয়। বৃহস্পতিবার সকালে এসআই মাহাবুলের স্ত্রী সুরাইয়া বেগম ও দুলাল একই সাথে জমিতে প্রাচীর নির্মান শুরু করে। তখন এসআই মনিরুল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে কাজ বন্ধ করে দেয়। এ সময় মাহাবুলের স্ত্রী সুরাইয়া এবং দুলালের বোন নমিতা ও পুত্রবধূ সুইটি প্রতিবাদ করলে মনিরুল ও তার স্ত্রী রুবিনা ইয়াসমিন, মেয়ে মোহনা, মাহিমসহ একদল ভাড়াটিয়া অতর্কিতভাবে হামলা চালায়। মনিরুল সহ অন্যরা ইট দিয়ে পিটিয়ে নমিতা, সুইটি ও সুরাইয়াকে রক্তাক্ত জখম করে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এস আই মনিরুল ইসলাম জানান, আমরা তাদের উপরে হামলা করিনি উল্টো আমার স্ত্রীর উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা।
বরিশাল কোতায়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, হামলার বিষয় কিছুই জানিনা। অভিযোগ দেয়া হলে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT