3:18 pm , November 16, 2022

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার সকালে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবরী গ্রামে এ ঘটনা ঘটে। আহত এইচএসসি পরীক্ষার্থী আলামিন হাওলাদার ওই গ্রামের মনিরুজ্জামান হাওলাদারের ছেলে। জানা গেছে, আল আমিন প্রাইভেট পড়ে বাড়ি যাবার পথে একই গ্রামের মোঃ খোকনের ছেলে সবুজের সাথে তুচ্ছ ঘটনায় তর্কবিতর্ক হয়। এক পর্যায় সবুজ তার দলবল নিয়ে আল আমিনের উপর হামলা চালায়। এতে আল আমিন গুরুতর জখম হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আল আমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। আল আমিনের মা আসিফা বেগম বাদী হয় কাউখালী থানায় অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে সবুজ বলেন, অন্য এক ছেলের সাথে আল আমিনের তর্কবিতর্ক হয়। তাদেরকে ছাড়িয়ে দেবার সময় আল আমিন রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়েছে।