বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একসঙ্গে একাকার- এমপি পংকজ বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একসঙ্গে একাকার- এমপি পংকজ - ajkerparibartan.com
বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একসঙ্গে একাকার- এমপি পংকজ

3:16 pm , November 16, 2022

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একসঙ্গে একাকার বাঙালির হৃদয়ে। বঙ্গবন্ধু কন্যা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েই মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সন্মান দিয়েছেন। আওয়ামী লীগ সরকার জনবান্ধন সরকার। সাংসদ আরো বলেন, বিএনপি-জামাতের দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বুধবার দুপুরে উদয়পুর মুসলিম আকন্দ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সুধী সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মহসিন সিকদার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান আবু রাশেদ মনি, চেয়ারম্যান নাছির উদ্দীন খোকন, চেয়ারম্যান আবদুল জলিল, চেয়ারম্যান মনির হাওলাদার, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন, কাজীরহাট থানার ওসি মোঃ যুবায়ের, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT