৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নেই বরিশালের কোন রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নেই বরিশালের কোন রাজনৈতিক দলের কমিটিতে - ajkerparibartan.com
৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নেই বরিশালের কোন রাজনৈতিক দলের কমিটিতে

3:22 pm , November 15, 2022

নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে একটি রাজনৈতিক দলের কমিটিতেও নেই গণপ্রতিনিধিত্ব আধ্যাদেশের (আরপিও) ৩৩ শতাংশ নারী সদস্য। নির্বাচন কমিশনে (ইসি) ২০২০ সালে এই বিষয়টি অঙ্গীকার করলেও তা বাস্তবায়িত হয়নি। শুধু রাজনৈতিক দলই নয়, দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতেও এই শর্ত মানা হচ্ছে না। বরিশাল জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যর কমিটিতে মাত্র ৩ জন রয়েছে নারী সদস্য। একই ভাবে বিএনপির ৪৭ সদস্যের কমিটিতে ৪ জন, জাতীয় পার্টির ১২১ সদস্যের কমিটিতে ৯ জন, কমিউনিষ্ট পার্টির ১৩ সদস্যের কমিটিতে ২ জন, বাসদের ১৭ সদস্যের কমিটিতে ৪ জন, জাসদের ৫১ সদস্যের কমিটিতে ৫ জন নারী সদস্য রয়েছে। কিন্তু বাংলাদেশ ওর্য়াকাস পার্টির ১১ সদস্য’র কমিটিতে একজনও নারী সদস্য নেই। মঙ্গলবার বেলা ১১ টায় বরিশাল উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের আয়োজন সংবাদ সম্মেলনে বাকেরগঞ্জের পাদ্রিশিপপুরের নারী উন্নয়ন ফোরামের তাহমিনা আক্তার লিখিত বক্তব্যে বলেন, শুধু বরিশালের চিত্র এমন নয়, সারা দেশে একই অবস্থা চলছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ২৪ শতাংশের কম নারী নেতৃত্ব রয়েছে। বিএনপির সব পর্যায়ের কমিটিতে ১৫ ভাগ নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাপায় নারী নেতৃত্ব মাত্র ২০ শতাংশ। আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপিতে নারী নেতৃত্ব ১৬ শতাংশ। এছাড়া অন্যান্য দলের মধ্যে সিপিবিতে ১৩ দশমিক ৩৩ শতাংশ ও জাসদে ১১ দশমিক ৯২ শতাংশ নারী নেতৃত্ব রয়েছে। এনপিপির ২০ শতাংশ, বাংলাদেশ মুসলিম লীগ ৬ শতাংশ, গণতন্ত্রী পার্টিতে ১৫ শতাংশ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টে ১ শতাংশ নারী নেতৃত্ব রয়েছে। কর্নেল অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলিডিপির) কমিটিতে নারী নেতৃত্ব রয়েছে ২২ শতাংশ। বক্তাদের অভিযোগ প্রতিশ্রুতির নির্ধারিত সময়সীমার ২২ মাস পার হয়ে গেলেও এই শর্তপূরণের কোন লক্ষন পরিলক্ষিত হচ্ছে না রাজনৈতিক দলগুলোর মধ্যে।
নারী উন্নয়ন ফোরাম বরিশালের সভাপতি ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরি এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর শাহ সাজেদা, শ্যামলী সাহা, কহিনুর বেগম, নারী নেত্রী পুষ্প রানী চক্রবর্তী, রাবেয়া বসরী, জাহানারা বেগম, আনোয়ার জাহিদ প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT