পাথরঘাটায় নিষিদ্ধ হাঙ্গর মাছসহ আটক ১ পাথরঘাটায় নিষিদ্ধ হাঙ্গর মাছসহ আটক ১ - ajkerparibartan.com
পাথরঘাটায় নিষিদ্ধ হাঙ্গর মাছসহ আটক ১

3:29 pm , November 14, 2022

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটায় ১২০০ পিস ( আনুমানিক তিনশ কেজি ) হাঙ্গর মাছসহ মো. মনিরুজ্জামানকে (৪০) আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা। আটক মনিরুজ্জামান পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহান ঘরামির ছেলে। সোমবার বেলা ১১টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাট সংলগ্ন এলাকা থেকে একটি ডিঙ্গি নৌকা তল্লাশি করে হাঙ্গর মাছ  আটক করা হয়।  কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. বিএন, কে এম শফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা বিএফডিসি ঘাট সংলগ্ন এলাকায় একটি ডিঙ্গি নৌকা তল্লাশি করে ১২০০ পিস (৩০০ কেজি) হাঙ্গর মাছসহ মো. মনিরুজ্জামানকে আটক  করা হয়। পরবর্তীতে জব্দকৃত হাঙ্গরগুলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের নিকট হস্থান্তর করা হয় এবং আটককৃত ব্যক্তিকে মুচলেকা নিয়ে জব্দকৃত জেলে নৌকাসহ ছেড়ে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT