জমিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন ও স্মাপকলিপি পেশ জমিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন ও স্মাপকলিপি পেশ - ajkerparibartan.com
জমিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন ও স্মাপকলিপি পেশ

3:28 pm , November 14, 2022

বিশেষ প্রতিবেদক ॥ মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে স্বতন্ত্র শিক্ষা কার্যক্রম ও পাঠ্য পুস্তক প্রণয়ন সহ ১৩ দফা দাবী বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর উদ্যোগে দেশব্যাপী মানববন্ধন সহ স্মারকলিপি পেশ করা হয়েছে। কর্মসূচীর অংশ হিসবে সোমবার বেলা ১১টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। কর্মসূচীতে জেলা ও মহানগর সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ দাবীর স্বপক্ষে বক্তব্য  রাখেন।
মহানগর জমিয়াত সভাপতি মাওলানা আবদুর রবের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে মহানগর জমিয়াত সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, জেলা জমিয়াতের ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা মাহমুুদুল হাসান এবং চরমোনাই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল কুদ্দুস বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচী শেষে জমিয়াত নেতৃবৃন্দ দাবীর স্বপক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী  বরাবরে স্মারকলিপে পেশ করেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) স্মারকলিপি গ্রহণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT