2:58 pm , November 13, 2022
আরিফ সুমন, কুয়াকাটা ॥ কুয়াকাটায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ২৯৩ টি স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে জেলা প্রশাসন। গত শুক্রবার কুয়াকাটা চৌরাস্তা এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুম মনিরা ও নঈম উদ্দিন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, কুয়াকাটা সৈকত থেকে বেড়িবাঁধ পর্যন্ত ৭৩ একর জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে ৫০ বছর ধরে মামলা চলে আসছিল। বুধবার সরকারের পক্ষে রায় দেয় আদালত। শুক্রবার জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। গত শনিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে কয়েক হাজার স্থানীয় জনগণ তাদের বাধা দেয়। এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি দল স্থানীয় জনগণের পক্ষের প্রতিনিধিদের সঙ্গে ধানসিঁড়ি পরিদর্শন বাংলো (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড) ভবনে বসেন। কিন্তু পরবর্তীতে এই বিষয়ে কোন সুস্পষ্ট মতামত পাওয়া যানি।
পরিসংখ্যানে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের জমিতে অনেকদিন ধরে ব্যবসা করে আসছিল। উচ্ছেদের পর থেকেই মালিক কর্মচারী, সহ মোট এক হাজারো অধিক লোক বেকার হয়ে পড়েছে। কুয়াকাটায় স্থায়ী কোন মার্কেট ও জমি না থাকায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে কর্মসংস্থানের স্থান তৈরি করে দীর্ঘদিন ধরে ছোট বড় ব্যবসা করে আসছিল। আর এই ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান ঘিরেই চলত হাজারো পরিবার। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সংকর চন্দ্র বৈদ্য বলেন, স্থানীয়দের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় দিয়েছি। ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের চেষ্টা করা হবে।