2:56 pm , November 13, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ ভোগান্তির পর শেবাচিম হাসপাতালে আলোর দেখা মিলছে আজ সোমবার। গত কয়েক দিন ধরে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই চিকিৎসা কেন্দ্রে বিদ্যুতের যে বিভ্রাট চলতে ছিলো তার স্থায়ী সমাধান অনেকটা শেষের পথে। সব কিছু ঠিকঠাক থাকলে সোমবারই বন্ধ থাকা সবগুলো সংযোগ সচল হবে। বরিশাল গণপূর্ত বিভাগ এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসান বলেন, আশা করছি সোমবার হাসপাতালে বিদ্যুৎ সরবারহ স্বাভাবিক হবে। তিনি বলেন, আমরা জানি হাসপাতালে সার্বক্ষনিক বিদ্যুতের প্রয়োজনীয়তা কতখানি। দাপ্তরিক কিছু বিষয় থাকে। যে কারনেই একটু বিলম্ব হয়েছে। তারপরও আমাদের চেষ্টার ত্রুটি ছিলো না। গণপূর্ত বিভাগ মেডিকেল সার্কেলের উপসহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক) মোঃ ফিরোজ বলেন, হাসপাতালে বিদ্যুতের সংযোগ মাটির নিচে থেকে করা হয়েছে। হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এই লাইনগুলোর একবারের জন্যও সংস্কার করা হয়নি। ২০১৯ সাল থেকে সংশ্লিষ্ট সকল দপ্তরে আমরা এ বিষয়ে একাধিক চিঠি দিয়েছি। কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যে কারনে আজকের এই সমস্যা। তারপরও শেষ পর্যন্ত আমরা লাইন সচল করার জন্য সব ব্যবস্থা নিয়েছি। রোববার রাতে সার্জারী ওয়ার্ডে সংযোগ দেওয়া হয়েছে। বাকি গুলো আজ দেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে হাসপাতালের জি ব্লকের পুরুষ সার্জারি ওয়ার্ড ৩ ও ৪। আই ব্লকের চক্ষু (পুরুষ), এ ব্লকের পুরুষ সার্জারি ১ ইউনিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। এছাড়া প্রায় ২০ দিন ধরে রেডিওলজি বিভাগে বিদ্যুৎ নেই।