লালমোহনে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার লালমোহনে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার - ajkerparibartan.com
লালমোহনে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

3:58 pm , November 12, 2022

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে মো. সালাহ উদ্দিন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  লালমোহন পৌর শহরের একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালাহ উদ্দিন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকার মাওলানা সফিউল্যাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত সালাহ উদ্দিনের বিরুদ্ধে মাদক মামলায় ওয়ারেন্ট ছিলো। ওই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে সালাহ উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। সালাহ উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।

এই বিভাগের আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT