আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহর গণসংযোগ আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহর গণসংযোগ - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহর গণসংযোগ

3:53 pm , November 12, 2022

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ শনিবার উপজেলার প্রত্যন্ত বাগধা এলাকায় গিয়ে জনতার মাঝে হাজির হয়ে দিনভর স্থানীয় জনদুর্ভোগের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ আর স্থানীয়দের দুঃখ-দুর্দশার কথা শুনে তা সমাধান করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য, জাতির পিতার ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। শনিবার দুপুরে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ আকস্মিক গণসংযোগে বাগধা ইউনিয়ন পরিষদে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
পরে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির অফিস কক্ষে দুঃস্থদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এসময় স্থানীয় জনগনের যাতায়াতের জন্য গ্রামীণ সড়ক নির্মাণের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন সড়ক পাকাকরণ, হেরিংবোন সড়ক, মাদ্রাসার ছাত্রাবাস নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ প্রদান করেন তিনি।
এর আগে সকাল এগারোটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন মন্ত্রী। মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ দলীয় কার্যালয়ে এসে শুক্রবার অনুষ্ঠিত যুবলীগের কেন্দ্রীয় মহাসমাবেশে যোগদানের বিষয়ে খোঁজ-খবর নেন। মহাসমাবেশ সফল হওয়ায় তিনি নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্ত্রীর গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, থানা অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT