বাবুগঞ্জে সংরক্ষিত এমপি লুৎফুন্নেসার উপর ক্ষোভ ঝাড়লেন ভাইস চেয়ারম্যান আজাদ! বাবুগঞ্জে সংরক্ষিত এমপি লুৎফুন্নেসার উপর ক্ষোভ ঝাড়লেন ভাইস চেয়ারম্যান আজাদ! - ajkerparibartan.com
বাবুগঞ্জে সংরক্ষিত এমপি লুৎফুন্নেসার উপর ক্ষোভ ঝাড়লেন ভাইস চেয়ারম্যান আজাদ!

3:49 pm , November 10, 2022

একজন ভাইস চেয়ারম্যান আমার সামনে এমনভাবে কথা বলতে পারে না -এমপি লুৎফুন্নেসা
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ বাবুগঞ্জে উপজেলা উন্নয়ন সম্পর্কিত সমন্বয় সভা বয়কট করেছেন ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ। সংরক্ষিত আসনের সংসদ সদস্য লুৎফুন্নেসা খানের বিরুদ্ধে একাধিক অভিযোগের তীর ছুঁড়ে এ সভা বয়কট করেন তিনি। জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা মাসিক উন্নয়ন সম্পর্কিত সভায় আকস্মিক উপস্থিত হন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি’র সহধর্মিণী লুৎফুন্নেসা খান এমপি। সভা চলাকালীন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ আজাদ একাধিক অভিযোগের ক্ষোভ ঝেড়েছেন মহিলা এমপির উপর। ভাইস চেয়ারম্যান ইকবাল আজাদ বলেন, মহিলা সংসদ সদস্য লুৎফুন্নেসা খান আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৩ বাবুগঞ্জ মুলাদী আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে হঠাৎ করেই এলাকায় আনাগোনা বৃদ্ধি করেছেন। এরই অংশ হিসেবে লুৎফুন্নেসা আকস্মিক সমন্বয় মিটিংএ উপস্থিত হন। ভাইস চেয়ারম্যান বলেন, বিগত ৪ বছরে কোন দিন বাবুগঞ্জ উপজেলা পরিষদকে কোন ধরনের উন্নয়ন কল্পে বরাদ্দ প্রদান করেননি। বাবুগঞ্জের কোন উন্নয়ন কর্মকান্ডে উপজেলা পরিষদকে সম্পৃক্ত কিংবা কোন বৈঠকে মিলিত হননি। ইকবাল আজাদ জানান, বিগত দিনে বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু চলতি বছরে বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপু’র আধা সরকারী পত্র (ডিও লেটার) প্রদান করেন তাকে। কিন্তু একই নির্বাচনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য লুৎফুন্নেসা খান বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের ছেলেকে ডিও লেটার প্রদান করে সরাসরি তার বিরুদ্ধে অবস্থান প্রদর্শন করেন। আজাদ জানান, ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত আওয়ামীলীগের রাজনীতিতে যুক্ত। বহু মামলা হামলার শিকার হয়েছেন। আজও শরীরে বোমার স্প্রিন্টারের জ¦ালা নিয়ে ঘুরে বেড়ান তিনি।  সেখানে বিএনপি জামায়াতকে মাথা উঁচু করে উঠতে সহযোগিতাকারীকে বয়কট না করলে প্রধানমন্ত্রীর সাথে বেঈমানী করা হবে। তাই সভা বয়কট করেছেন। এছাড়াও তিনি বলেন, দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহর কর্মী হিসেবে আমি এ সভায় থাকতে পারি না। বিগত দিনে সংরক্ষিত আসনের এমপি লুৎফুন্নেসা খান এর কোন বরাদ্দ না পাওয়ার কথা স্বীকার করেন জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু ও দেহেরগতি ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান এবং কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম বেপারী। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ কাজী ইমদাদুল হক দুলাল বলেন, মাসিক সমন্বয় মিটিং এ ভাইস চেয়ারম্যান ইকবাল আজাদ যে বক্তব্য দিয়েছেন তা অশোভনীয়। তিনি এ ধরণের বক্তব্য পলিটিক্যাল ফোরামে দিতে পারতেন। তবে তিনি উপজেলা পরিষদে এমপির কোন বরাদ্দ না পাওয়ার কথা স্বীকার করেন। এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের (৪৮) এর মহিলা সংসদ সদস্য লুৎফুন্নেসা খান সাংবাদিকদের জানান, বিগত দিনে উপজেলা পরিষদের কোন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আমার সাথে যোগাযোগ করেননি। তাই বরাদ্দ দেওয়া হয়নি। ম্যানেজিং কমিটির নির্বাচনে বিএনপি পরিবারকে ডিও লেটার দেওয়ার ব্যাপারে এমপি লুৎফুন্নেসা বলেন, তার ঢাকার বাসায় সুপারিশের জন্য গেলে ডিওলেটার দেয়া হয়।এসময় করোনার প্রকোপ থাকায় তাদের সম্পর্কে খোঁজ নিতে পারিনি। তাই তাদের পক্ষে সুপারিশ করা হয়েছে। তবে আমি পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছি আমি যাদের সুপারিশ করেছি তারাই ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছে। এমপি বলেন, একজন সচিব এর উপর আমার পদ মর্যাদা, সেখানে একজন ভাইস চেয়ারম্যান আমার সামনে এমনভাবে কথা বলতে পারে না। তিনি নিয়ম বর্হিভূত আচরণ করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT