2:41 pm , November 8, 2022

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় ২ হাজার ৫০০ পিচ ইয়াবা, সাড়ে চার কেজি গাঁজা ও ১২ গ্রাম ক্রিস্টাল মিথাইল আইস সহ একই পরিবারের স্বামী-স্ত্রী, ছেলে-মেয়েসহ ৫ জনকে আটকের মামলায় চার জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া ডিবি পুলিশের ইন্সপেক্টর এ কে এম মাহফুজুল হক আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে সোমবার শুনানী শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরকৃত আসামীরা হলেন পৌরসভার স্লুইজগেট এলাকার রত্তন আলী হাওদার, তার ছেলে আবুল বাশার ওরফে কালাম, মেয়ে আসমা আক্তার ও মটরসাইকেল ড্রাইভার মোঃ মাহবুব হাওলাদার। উল্লেখ্য, ১৮ অক্টোবর (মঙ্গলবার) রাতে মঠবাড়িয়ার ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দক্ষিণ মিঠাখালীর স্লুইজগেট সংলগ্ন রত্তন হাওলাদারের বাসায় অভিযান চালান। এসময় রত্তনের বাসা থেকে বিদেশি মাদক ক্রিস্টাল মিথাইল আইসসহ বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই রাতেই ডিবি পুলিশের এস আই জ্যোর্তিময় বাদী হয়ে ৫জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ ওই মামলায় মাদক ব্যবসায়িদের গ্রেফতার দেখিয়ে (১৯ অক্টোবর) বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেন।