3:29 pm , November 5, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে বরিশালে গতকাল ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সমবায় অধিদপ্তর এবং সমবায়ীবৃন্দ সার্কিট হাউজে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বরিশাল বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি মো: শহিদুল্লাহ, সমবায় অধিপ্তরের যুগ্ম নিবন্ধক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) বক্তৃতা করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তর প্রধানসহ বিভিন্ন উপজেলা সমবায় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিলো সমবায়। সমবায়ীদের আদর্শে ও সকলের অংশগ্রহণে তিনি দেশ গড়তে চেয়েছিলেন। সমবায় আন্দোলন সরকারের লক্ষ্য পূরনে অগ্রণী ভূমিকা রাখবে। সমবায় জাতীয় অর্থনীতিতে কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, কুটির-চামড়াজাত-মৃৎ শিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখতে পারে।আলোচনা সভায় জানানো হয় বরিশাল জেলায় তিন হাজার চারশত তেষট্টিটি সমবায় সমিতি রয়েছে। সদস্য সংখ্যা তিন লাখ সতেরো হাজার তিনশত। এতে ৫৩হাজারের অধিক কর্মচারী রয়েছে। এ সমিতির মাধ্যমে ২৭টি আশ্রয়ণ প্রকল্পে ছয়শত একাশি জনের মধ্যে ১কোটি ৪৭লাখ ১৩হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে সমবায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯০৪ সালে অর্থাৎ এক’শ আঠেরো বছর আগে। বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯২ হাজার ৬৯২টি সমবায় সমিতি রয়েছে। এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।