যাত্রী সংকটের কারণে বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ যাত্রী সংকটের কারণে বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ - ajkerparibartan.com
যাত্রী সংকটের কারণে বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ

3:12 pm , November 4, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা নৌ-রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। শুক্রবার বরিশাল ও ঢাকা প্রান্ত থেকে কোন লঞ্চ ছাড়বে না বলে জানিয়েছেন কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস। তিনি জানান, গণ সমাবেশ ও শুক্রবার হওয়ায় যাত্রী নেই। তাই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরদৌস বলেন, যে যাত্রী পাওয়া যাবে তাতে লঞ্চের ব্যয় উঠবে না। আর্থিক ক্ষতি করে তো চালাবো না। একইভাবে ঢাকা থেকেও কোন লঞ্চ ছেড়ে আসবে না। তিনি জানান, প্রতিদিন রাতে বরিশাল থেকে চারটি ও ঢাকা থেকে চারটি লঞ্চ ছেড়ে আসে। বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, বরিশাল নৌ-বন্দর থেকে কোন লঞ্চ ছেড়ে যাবে না। কারন বিকেল পর্যন্ত কোন লঞ্চের কাউন্টার খোলেনি। ঢাকা যাত্রার জন্য যে প্রস্তুতি নেয়ার প্রয়োজন তাও এখন পর্যন্ত নেয়া হয়নি। লঞ্চ কেন যাবে না, কোন মালিক তাদের অবহিত করেনি। তাই তারাও জানেন না কেন লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না।  বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, কোন মালিক আমাদের জানায়নি লঞ্চ চলবে না। কিন্তু শুনতে পেয়েছি আজ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে কোন লঞ্চ ছেড়ে যাবে না। ঢাকায় খবর নিয়েছি। সেখান থেকেও বরিশালের উদ্দেশ্যে কোন লঞ্চ ছেড়ে আসবে না। সরেজমিনে বরিশাল নৌ-বন্দরে গিয়ে দেখা গেছে, ঘাটে পারাবাত-১৮, মানামী, সুরভী-৯, শুভরাজ ও প্রিন্স আওলাদ-১০ রয়েছে। প্রতিটি লঞ্চের প্রবেশ পথ বন্ধ রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT