গড়িয়ারপাড় থেকে গাঁজাসহ আটক ৩ গড়িয়ারপাড় থেকে গাঁজাসহ আটক ৩ - ajkerparibartan.com
গড়িয়ারপাড় থেকে গাঁজাসহ আটক ৩

3:27 pm , November 3, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর গড়িয়ারপাড় থেকে গাঁজাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বুধবার এয়ারপোর্ট থানার একটি দল এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলো-বাবুগঞ্জের দেহেরগতি গ্রামের আয়নাল সিকদারের ছেলে ও বানারীপাড়ার সলিয়াবাকপুর এলাকার সৌদি প্রবাসী সালাম মিয়ার ভাড়াটিয়া আল আমিন সিকদার (২১), নগরীর বাঘিয়া এলাকার মৃত লিটন হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২০) ও কলাডেমার (মুন্সি বাড়ি রেন্ট্রিতলা শোলনা সড়ক) দেলোয়ার হোসেন মুন্সির ছেলে পান্না মুন্সি (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় গড়িয়ারপাড় বানাড়ীপাড়া সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেড় কেজি গাঁজাসহ তিন জনকে আটক করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT