বানারীপাড়ায় বিএনপির সাবেক সাধারন সম্পাদকসহ আহত ১৪ বানারীপাড়ায় বিএনপির সাবেক সাধারন সম্পাদকসহ আহত ১৪ - ajkerparibartan.com
বানারীপাড়ায় বিএনপির সাবেক সাধারন সম্পাদকসহ আহত ১৪

3:21 pm , November 1, 2022

বানারীপাড়া প্রতিবেদক ॥ আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গন-সমাবেশের লিফলেট বিতরন করার সময় আওয়ামী- যুবলীগের হামলায় জেলা বিএনপির সদস্য সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল ও ছাত্রদলের ১৪ নেতা-কর্মী আহত হয়েছে। বরিশাল জেলা বিএনপি’র সদস্য ও বানারীপাড়া বিএনপির সাবেক সম্পাদক হামলায় আহত মাহবুব মাস্টার জানান, মঙ্গলবার সকাল ১১ টায় বানারীপাড়া বন্দর বাজারের উত্তরপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় হামলা করে। বানারীপাড়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগ হামলায় করে। এতে তিনিসহ ১৪ নেতা-কর্মী আহত হয়। আহত অন্যান্যরা হলেন বিএনপি নেতা মো নুরুজ্জামান ডাক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জালিস মাহামুদ, সদস্য সোহেল বেপারী, যুবদল নেতা মহিউদ্দীন মিলন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সৌরভ, স্বেচ্ছাসেবক দল নেতা আল-আমিন, রুহুল মল্লিক, কৃষক দল নেতা বাবু ডাকুয়া, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ প্রমুখ। এদিকে একই সময় উপজেলার চাখার থেকে ফেরার পথে বানারীপাড়া বাজারের উত্তর পাড়ে হামলার শিকার হয় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হারুন তালুকদার, সদস্য মাকসুদুর রহমান ডালিম, বাইশারী ইউনিয়ন যুবদল নেতা ওয়াসিম মৃধা, মোঃ খোকন হামলায় গুরুতর আহত হয়। আহতরা বানারীপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বানারীপাড়া থানার ওসি মাকসুদ চৌধুরী জানান, কোন হামলার ঘটনায় অভিযোগ পাইনি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT