লালমোহনে সিত্রাং এর তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ লালমোহনে সিত্রাং এর তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ - ajkerparibartan.com
লালমোহনে সিত্রাং এর তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

3:48 pm , October 28, 2022

লালমোহন প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে এসব বিতরণ করেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি লালমোহন উপজেলার মেঘনার তীরবর্তী এলাকা লর্ডহাডিঞ্জ ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবন সহ শুকনো খাবার ও নগদ ১ হাজার করে টাকা বিতরণ করেন। বিতরনকালে এমপি শাওন বলেন, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বিধায় যে কোন দুর্যোগে মানুষ সব সময় সহযোগিতা পেয়ে আসছে। প্রধানমন্ত্রীর জন্যই ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্তরা সর্বাত্মক সহযোগিতা পেয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন জুলহাসসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT