শিক্ষকদের আদর্শ মানুষ গড়ার কারিগর হতে হবে -আমু এমপি শিক্ষকদের আদর্শ মানুষ গড়ার কারিগর হতে হবে -আমু এমপি - ajkerparibartan.com
শিক্ষকদের আদর্শ মানুষ গড়ার কারিগর হতে হবে -আমু এমপি

3:55 pm , October 27, 2022

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ “একজন আদর্শ শিক্ষক মানুষ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব পালন করেন। পিতামাতা সন্তান জন্ম দেয় আর একজন শিক্ষক তাদেরকে মানুষ হিসেবে তৈরি করার জন্য শিক্ষাদান করেন এবং পাশাপাশি নৈতিকতা শিখান। সমাজে সবচেয়ে সম্মানিত পেশা হলো শিক্ষকতা। শিক্ষকরা শিক্ষার্থীদের যেভাবে শিক্ষাদান করবেন তারা সেভাবে গড়ে উঠে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাদান খুবই জরুরী। মানসম্মত শিক্ষাদান না করলে মেধাহীন জাতি গড়ে উঠবে। তাই প্রত্যেক শিক্ষককে আদর্শবান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। ফলে শিক্ষকদের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষক সমাজকে সাধারণ মানুষ ভক্তি শ্রদ্ধা করবে। আগের মত শিক্ষকদের মর্যাদা দেখা যায় না, সেই পূর্বের অবস্থা ফিরিয়ে আনতে হবে এবং তাদের সমাজে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। শিক্ষানীতি সরকার প্রণয়ন করবে আর তা বাস্তবায়নের দায়িত্ব শিক্ষকদের। যুব সমাজকে সুশিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ার তোলার দায়িত্ব শিক্ষকদের।” শিক্ষক দিবস ২০২২ উপলক্ষে র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব আমীর হোসেন আমু উপরোক্ত কথাগুলো বলেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইউনুস আলী। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী, ঝালকাঠি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হেমায়েত উদ্দিন, ঝালকাঠি সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মঈনুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মো: হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্যানেল মেয়র বাবু তরুন কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মো: হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মারুফা বেগম, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল, ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারী বেসরকারী স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ঝালকাঠি সরকারী হরচন্দ্র বালিকা বিদ্যালয় শিক্ষক মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: বজলুর রশিদ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ঝালকাঠি সরকারী কলেজ থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস মোড় অতিক্রম করে সরকারী হরচন্দ্র বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ হয়ে ঝালকাঠি সরকারী বালক বিদ্যালয় মাঠে সমাপ্ত হয়। র‌্যালিতে শতাধিক শিক্ষক অংশ গ্রহন করেন। উল্লেখ্য এ বছরই প্রথম শিক্ষক দিবস পালন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT