হিজলায় ডীপ ফ্রিজ থেকে ইলিশ মাছ উদ্ধার হিজলায় ডীপ ফ্রিজ থেকে ইলিশ মাছ উদ্ধার - ajkerparibartan.com
হিজলায় ডীপ ফ্রিজ থেকে ইলিশ মাছ উদ্ধার

3:54 pm , October 27, 2022

হিজলা প্রতিবেদক ॥ নিষিদ্ধ সময়ে শিকার করে তিনটি ফ্রিজে সংরক্ষন করা ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে জাল ও দুইটি ডিপ ফ্রিজ। বুধবার রাতে থানা ও নৌ পুলিশের সহায়তায় হিজলা উপজেলায় মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেছেন।
জানা গেছে, গোপন সংবাদের জানতে পারে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের আবদা বাজার সংলগ্ন কয়েকটি বাড়িতে ব্যবসায়ীরা এ মাছ মজুদ করেছে। সেই সংবাদে সন্ধ্যায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ নেতৃত্বে হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া ও নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে উপস্থিত ছিলেন। দলটি ৩ টি ঘর তল্লাশী করে বিপুল পরিমানের মা ইলিশ ও কারেন্ট জাল উদ্ধার করে। এছাড়াও দুইটি ডিপ ফ্রিজ উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার ইলিশ বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করার নির্দেশ দেন। জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। ডিপ ফ্রিজ নিলামে বিক্রি করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT