সাংবাদিক মাইনুল হাসানের স্মৃতিপদক প্রদান আজ সাংবাদিক মাইনুল হাসানের স্মৃতিপদক প্রদান আজ - ajkerparibartan.com
সাংবাদিক মাইনুল হাসানের স্মৃতিপদক প্রদান আজ

3:52 pm , October 27, 2022

খবর বিজ্ঞপ্তি ॥ দক্ষিণাঞ্চলের পেশাদার সাংবাদিকতার পথিকৃৎ মাইনুল হাসানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় শব্দাবলী স্টুডিও থিয়েটার মিলনায়তেরন সাংবাদিক মাইনুল হাসান স্মৃতিপদক প্রদান করা হবে। স্মৃতিপদক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ উপস্থিত থাকবেন। এছাড়াও প্রধান আলোচক জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, পদক প্রাপ্ত সাংবাদিক এ্যাড. মু. ইসমাইল হোসেন নেগাবান উপস্থিত থাকবেন। সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ দুলাল ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ অনুষ্ঠানে সকলের সবান্ধব উপস্থিতি থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT